বলিউডের বেশীরভাগ তারকারাই এখন ফিল্ম নির্মাণের দিকে ঝুঁকছেন। অভিনয়ের পাশাপাশি ফিল্ম নির্মাণের মধ্য দিয়ে নিজেদের ধনভান্ডারকে পূর্ন করার তাগিদে ইন্ডাস্ট্রীর তারকামহলে এখন ফিল্ম নির্মাণের হিরিক পড়ে গেছে। জনপ্রিয় অভিনেত্রী ক্যাটরিনাও এখন এই দলে সামিল হতে চলেছেন।
সূত্রের পাওয়া খবরে জানা গেছে তিনি নাকি একটি ফিল্ম নির্মাণ করবেন। ফ্রেঞ্চ ফিল্মের নিরিখেই ছবি তৈরি করতে চান ক্যাট। সেই কারণে এখন তিনি এর কপি রাইট এর অধিকার অর্জন করার প্রচেষ্টা চালাচ্ছেন। ক্যাটের এই প্রচেষ্টা যদি সফল হয় খুব শীঘ্রই ঐ ফ্রেঞ্চ ছবিটি দেখতে পাবেন ভারতীয় দর্শকরা৷ শুধু নির্মাতা হিসাবেই নিজের দায়িত্ব পালন করবেন না। এই ছবিতে ক্যাটকে অভিনয় করতেও দেখা যাবে।
নিউইয়র্ক ছবির সফলতা ক্যাটের কেরিয়ারে এক নতুন চমক এনে দিয়েছে। এই ছবিতে অসাধারণ অভিনয়ের জন্য প্রশংসা লাভ করেছেন। এবার দর্শকদের নতুন কিছু চমক দিতে চান ক্যাট।





0 comments:
Post a Comment