গুরুং-বিজেপি মধুচন্দ্রিমা। দার্জিলিং লোকসভা কেন্দ্রে প্রার্থী হচ্ছেন যশবন্ত সিং............................।

Posted by Anonymous On 4:09:00 pm No comments

বিমল গুরুং এর সাথে মধুচন্দ্রিমা শুরু করলো বিজেপি। শুধু দার্জিলিং নয় উত্তর বঙ্গের বাকি দুটি আসন আলিপুর দুয়ার ও জলপাইগুড়িতে প্রার্থি দেবে বিজেপি। এই প্রার্থিদের সমর্থন করবেন বিমল গুরুং। লালকৃষ্ণ আদবানির বাসভবনে এক যৌথ সাংবাদিক সম্মেলনে একথা ঘোষনা করেছেন সয়ং বিমল। এই সম্মেলনে উপস্থিত ছিলেন যশবন্ত সিংও।
বিমল গুরুং ও বিজেপির একটি নিবার্চনী বোঝাপড়া হওয়ার জল্পনা চলছিলো অনেক দিন ধরেই। ক্ষমতায় এলে উত্তর বঙ্গকে পৃথক রাজ্যের মযার্দা দেওয়া হবে এই শর্তের ভিত্তিতে বিজেপিকে সমর্থন দিতে সম্মত ছিলেন গুরুং। যদিও আনুষ্ঠানিক ভাবে বিজেপি এখনো ঘোষনা করেনি যে বিমলের সর্তে তারা রাজী। তবে বিজেপি পক্ষ থেকে এর আগে বলা হয়েছে ছোট রাজ্যের দাবিকে বিজেপি সহানুভূতি সহকারে বিচার করবে। জনসঙ্ঘের সময় থেকেই তারা ছোট ছোট রাজ্যের মাধ্যমে দেশ শাসন করার পক্ষে। বিমল গুরুং বিজেপির এই সহানুভূতির আশ্বাসেই তাদের সমর্থনের সিদ্ধান্ত নিয়েছেন বলে মনে করেছে রাজনৈতীক বিশেষজ্ঞ মহল। কারন এ ছাড়া আর কোনও পথ খোলা নেই বিমলের কাছে। কংগ্রেস বাংলা ভাগের বা ছোট রাজ্য গঠনের বিপক্ষে। কিছু দিন আগেই বিদেশ মন্ত্রী প্রণব মুখপাধ্যায় শিলিগুরিতে এক জনসভায় স্পষ্ট বলেন-‘কোনও রকম ভাবে বাংলা ভাগ হতে দেব না’।
অন্য দিকে উত্তর বঙ্গ যেখানে বিজেপি গুরুংয়ের সাথে সহাবস্থান করে কংগ্রেসকে কোন ঠাসা করার সু্যোগ হাতছাড়া হতে দিলো না।

0 comments:

Post a Comment