মুম্বাই কান্ডের অভিযুক্তদের প্রকৃত বিচারে বিষয়ে পাকিস্থানের সদিচ্ছার অভাব স্পষ্ট: কৃষ্ণা

Posted by Unknown On 12:58:00 pm No comments


১০ জন অভিযুক্ত পাকিস্থানী নাগরিক যারা মুম্বাই সন্ত্রাস ষড়যন্ত্রে সরাসরি জড়িত তাদের ক্রমাগত আড়াল করার চেষ্টা করছে পাকিস্থান পাকিস্থান প্রশাসনের হাতে এই অভিযুক্ত ১০ পাকিস্থানী নাগরিকের বিরুদ্ধে পর্যাপ্ত প্রমাণ দিয়েছে ভারত সরকার কিন্তু মুম্বাই কান্ডের অভিযুক্তদের প্রকৃত বিচারে বিষয়ে পাকিস্থানের সদিচ্ছার অভাব স্পষ্ট দেখা যাচ্ছে

সংবাদ মাধ্যমের সামনে নিজের মনোভাব স্পষ্ট ভাবে ব্যক্ত করলেন এক্সটারনাল অ্যাফেয়ার মিনিষ্টার এস.এম. কৃষ্ণা তিনি আরো জানিয়েছেন, পাকিস্থান-ভারত দ্বিপাক্ষিক আলোচনার আগে পাকিস্থানের এই আচরণ দ্বিপাক্ষিক আলোচনার প্রস্তুতিতে গভির ভাবে প্রভাব ফেলছে

ছয়টি প্রমাণ সম্বলিত দলিল পাকিস্থানের কাছে পাঠান হয়েছে এর মাধ্যমে স্পষ্ট প্রমাণ হয় যে ওই ১০ জন পাক নাগরিক সরাসরি ২৬/১১ সন্ত্রাসে অপরাধী কিন্তু তার পরেও পাকিস্থান এদের বিষয়ে নমনীয় পাকিস্থানকে বারবার আবেদন জানিয়েছে ভারত সরকার বিশেষ ফললাভ হয়নি এবার সরাসরি কূটনৈতিক আক্রমণের রাস্থায় গেলেন কৃষ্ণা

কৃষ্ণার সাফ কথা, যদি পাকিস্থান সত্যিই সন্ত্রাসবাদ দমনের বিষয়েটি গুরুত্ব সহকারে নিয়ে থাকে তাহলে বিশ্বের সামনে তা প্রমাণ করুক অবিলম্বে কঠোর থেকে কঠোরতম শাস্তি দিক ২৬/১১ এর চক্রান্তকারী সন্ত্রাসবাদী পাক নাগরীকদের

0 comments:

Post a Comment