দ্বিতীয় সবুজ বিপ্লবের ডাক দিলেন আদবানী

Posted by Anonymous On 4:17:00 pm No comments

১৯৭৭-২০০৯ পর্যন্ত দেড় লক্ষ্য চাষী আত্মহত্যা করেছেসাংবাদ মাধ্যম নীরবযে দেশের কৃষি ভিত্তি সেখানে চাষীর আত্মহত্যা জাতীয় পাপ হিসেবেই ধরাযেতে পারেঅথচ এমন তো হওয়ার কথা ছিলনা।

প্রথম সবুজ বিপ্লবের পর গোটা ভারতবর্ষ দেখলো কতো ধরনের গম পাওয়া যায় চাষের ক্ষেত্রে কিভাবে শ্যালো ব্যবহার করা যায়রাজনৈতিক নেতৃত্বের দৃড়তায় ভারত অনাহার থেকে রক্ষা পেয়েছিলোঅথচ সেই সাফ্যলকে সংহত করার বদলে গোটা দেশ জুড়ে (বিশেষ করে বিদর্ভে) চাষীর মৃত্যু জাতীয় অভিশাপ হিসেবে দেখা দিলোধারাবাহিক অপুষ্টি গ্রামীন ভারতের ক্ষেত মজুর ও প্রন্তিক চাষীদের ভবিতব্যএটাকে বদলাতে মহাকাশ বিজ্ঞানী প্রফেসার ইউ আর রাও ও লোকসভার বিরোধী দলনেতা লালকৃষ্ণ আদবানী দ্বিতীয় সবুজ বিপ্লবের আহবান করেছেন

প্রফেসার ইউ আর রাও এর মতে, দ্বিতীয় সবুজ বিপ্লব অবিল্মবে করতে হবেক্রমাগত জনসংখ্যা বেড়ে চলা এই দেশে বর্তমানে খাদ্য উৎপাদন হয় হেক্টর প্রতি ১.৬ টনযেখানে বিশ্বের কৃষি উন্নতদেশে খাদ্য-শষ্য উৎপাদনের পরিমান ২.৫ টনদ্বিতীয় সবুজ বিপ্লব ঘটিয়ে দেশের গড় খাদ্য উৎপাদনের হার না বাড়াতে পারলে তার ফলাফল যে ভয়ঙ্কর হবেতা মনে করিয়ে দিচ্ছেন প্রফেসার রাও

0 comments:

Post a Comment