প্রথম সবুজ বিপ্লবের পর গোটা ভারতবর্ষ দেখলো কতো ধরনের গম পাওয়া যায়। চাষের ক্ষেত্রে কিভাবে শ্যালো ব্যবহার করা যায়। রাজনৈতিক নেতৃত্বের দৃড়তায় ভারত অনাহার থেকে রক্ষা পেয়েছিলো। অথচ সেই সাফ্যলকে সংহত করার বদলে গোটা দেশ জুড়ে (বিশেষ করে বিদর্ভে) চাষীর মৃত্যু জাতীয় অভিশাপ হিসেবে দেখা দিলো। ধারাবাহিক অপুষ্টি গ্রামীন ভারতের ক্ষেত মজুর ও প্রন্তিক চাষীদের ভবিতব্য। এটাকে বদলাতে মহাকাশ বিজ্ঞানী প্রফেসার ইউ আর রাও ও লোকসভার বিরোধী দলনেতা লালকৃষ্ণ আদবানী দ্বিতীয় সবুজ বিপ্লবের আহবান করেছেন।
প্রফেসার ইউ আর রাও এর মতে, দ্বিতীয় সবুজ বিপ্লব অবিল্মবে করতে হবে। ক্রমাগত জনসংখ্যা বেড়ে চলা এই দেশে বর্তমানে খাদ্য উৎপাদন হয় হেক্টর প্রতি ১.৬ টন। যেখানে বিশ্বের কৃষি উন্নতদেশে খাদ্য-শষ্য উৎপাদনের পরিমান ২.৫ টন। দ্বিতীয় সবুজ বিপ্লব ঘটিয়ে দেশের গড় খাদ্য উৎপাদনের হার না বাড়াতে পারলে তার ফলাফল যে ভয়ঙ্কর হবেতা মনে করিয়ে দিচ্ছেন প্রফেসার রাও।
0 comments:
Post a Comment