আবার মাওবাদী সি.পি.এম সঙ্ঘর্ষ। কাক ভোরে মাওবাদী জঙ্গীদের বুলেটে প্রাণ হারালেন তিন সি.পি.এম কর্মী। ঘটনাটি ঘটেছে ঝাড়গ্রাম থানা এলাকার বাঁকশোল বাসস্ট্যান্ডের সামনে। মৃত তিন সি.পি.এম কর্মীরা হলেন ঝাড়গ্রাম অঞ্চলের আগুইবনির সিপিএম শাখার সম্পাদক অনিল মাহাতো (৪৬) এবং নিলাদ্রীশেখর মাহাতো (২৬) ও অভিজিৎ মাহাতো (২৬)। এদের তিনজনের বাড়ি বাঁকশোল গ্রামে। এরা তিনজন এদিন সকালে বাঁকশোল গ্রামের বাসস্ট্যান্ডের কাছে এক চায়ের দোকানে বসে চা খাচ্ছিলেন। এমন সময় মাওবাদী জঙ্গীরা দুটি বাইকে করে এসে এদের উপর নাইন-এম-এম পিস্তল দিয়ে গুলি চালায়। গুলিতে ঝাঁঝরা হয়ে যায় তিন জনের দেহ।
পুলিশ ঘটনাস্থল থেকে ৪টি নাইন এম এম ফাঁকা কার্তুজের খোল উদ্ধার করেছে। মৃতদেহ গুলি ময়না তদন্তের জন্য নিয়ে যাওয়া হয়েছে ঝাড়গ্রাম পুলিশ মর্গে।
ঝাড়গ্রাম ও বাঁকশোল এলাকা এখন’ও থমথমে। এলাকায় বসানো হয়েছে পুলিশ ক্যাম্প।





0 comments:
Post a Comment