লোকসভা ভোটের বিপর্যয় নিয়ে দ্বিতীয় দফার পর্যালোচনা শেষ করলো সি প এম

Posted by Anonymous On 1:42:00 pm No comments

লোকসভা ভোটের বিপর্যয় নিয়ে পর্যালোচনার জন্য দ্বিতীয় দফায় দু’দিনের রাজ্য কমিটির বৈঠকে বৃহস্পতিবার প্রত্যাশিতভাবেই উঠল খেজুরির প্রসঙ্গ। পূর্ব মেদিনীপুরের খেজুরিকে সন্ত্রাসমুক্ত করার নামে তৃণমূলের নেতৃত্ব যে তান্ডব চলেছে, যেভাবে সি.পি.এম পার্টি অফিস ভাঙচুর, কর্মী-নিগ্রহ এবং সি.পি.এম সমর্থকদের ঘরছাড়া করা হচ্ছে, তার পরিপেক্ষিতে একটি প্রস্তাব নেওয়া হয়েছে রাজ্য কমিটির বৈঠকে।
খেজুরি এবং পশ্চিমবঙ্গের নানা জ়েলায় নির্বাচনোত্তর রাজনৈতিক সঙ্ঘর্ষ এবং সি পি এম কর্মসূচি নেওয়া হবে, তা নিয়েও আলোচনা হয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে। প্রথম দিনের বৈঠক চলাকালীন সি পি এম রাজ্য সম্পাদকমন্ডলীর সদস্য মহমদ সেলিম জানান,খেজুরিতে তৃণমূল যে অগনতান্ত্রিক কায়দায় হামলা চালাচ্ছে, তার প্রতিরোধে মানুষই এগিয়ে আসবেন। দলীয় স্তরে এই ধরনের আক্রমনের প্রতিরোধ সংগঠিতভাবে হবে কি না, তা নিয়েও আলোচনা চলছে। নির্বাচনী সাফ্ল্যের পর হেলায় জ়েলায় তৃণমূলযে রাজনোইতিক আক্রমন শুর করেছে,তার মোকাবিলা রাজনৈতিক ভাবেই হওয়া উচিত বলে মনে করেন রাজ্য কমিটির সদস্যরা। সি পি এম নেতা রবীন দেব জানান, খেজুরি ঘটনার প্রতিবাদে শুক্রবার বিকেল পাঁচটায় মহামিছিল করবে কলকাতা জ়েলা কমিটি। থাকবেন রাজ্য সম্পাদক বিমান বসু। রানী রাসমণি অ্যাভিনিউ থেকে মিছিল যাবে কলেজ স্কোয়্যার পর্যন্ত। রাজ্য কমিটির বৈঠকের প্রথম দিন খেজুরির ঘটনার নিন্দায় সরব ছিলেন তমলুকের প্রাক্তন সাংসদ লক্ষ্মণ শেঠও। তৃণমূল ওখানে হিংসা ও জুলুমবাজি চালাচ্ছে বলে অভিযোগ করেন তিনি। রাজ্য কমিটির বৈঠকে পলিটব্যুরোর পর্যবেক্ষক হিসেবে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক প্রকাশ কারাত ও সীতারাম ইয়েচুরি। রাজ্য সাম্প্রতিক প্রাকৃতিক বিপর্যয় নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ইয়েচুরি বলেন, আইলা নিয়ে দলবাজিতে মদত আছে কেন্দ্রেরও। স্পষ্টতই তাঁর ইঙ্গিত তৃণমূল পরিচালিত জ়েলা পরিষদ ও গ্রাম পঞ্চায়েতের দিকে। আইলা-উত্তর পরিস্থিতিতে দলমত নির্বিশেষে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থেকে ত্রাণের কাজ করার জন্য জোর দেওয়া হয়েছে রাজ্য কমিটির বৈঠকেও। দলের সাংগঠনিক ক্ষতি মেরামতের জন্য আর্ত মানুষের পাশে থেকে ত্রাণের কাজ চালানো এই মুহূর্তে জরুরি বিষয় বলে মনে করেন রাজ্য কমিটির সদস্যরা।

0 comments:

Post a Comment