বলিউডের অভিনেত্রী শিল্পাকে তাঁর প্রেমিক রাজ কুন্দ্রা সব সময়ই সারপ্রাইজ দেন৷ এবার বার্থ ডে পার্টি দিয়ে শিল্পাকে একেবারেই চমকে দিলেন তিনি৷ ৮-ই জুন শিল্পার জন্মদিন ছিল৷ এই বারের জন্মদিনটা শিল্পা লন্ডনেই কাটিয়েছেন৷ ঐ দিন রাতে রাজ তাঁকে বার্থ-ডে ডিনারে নিয়ে যান৷ শিল্পা তাঁর ব্লগে এই কথা জানিয়েছেন৷
বার্থ-ডে ডিনারে পেন্ট হাউস সুইটে পৌঁছানোর পরেই সেখানে উপস্থিত ৫৫ জন বন্ধু সকলে একত্রে চেঁচিয়ে বলে উঠেন হ্যাপি বার্থ ডে৷ এই দৃশ্য দেখে শিল্পা একেবারেই চমকে যান ৷ কারন রাজ তাঁকে এই বিষয়ে আগে কোন কিছুই জানান নি৷ সেখানে উপস্থিত বন্ধু মন্ডলীর মধ্যে শিল্পার ছোট বোন শমিতাও ছিলেন৷
দিদিকে শুভেচ্ছা দেওয়ার জন্যই তিনি মুম্বাই থেকে উড়ে যান৷ রাজের এই সারপ্রাইজ পার্টি শিল্পার জন্মদিনের আনন্দে এক নতুন মাত্রা যোগ করেছে৷ তিনি ঐ পার্টিতে শিল্পার ঘনিষ্ঠ বন্ধুদেরই আমন্ত্রন জানিয়েছিলেন৷
0 comments:
Post a Comment