বর্তমানে বলিউডে যেন বিকিনি পরাটা রেওয়াজ হয়ে গেছে। বিপাশা, করিনা ও প্রিয়াংকা চোপড়ার পর রানী মুখার্জী তাঁর আগত নতুন সিনেমা 'দিল বোলে হড়িপ্পা'তে বিকিনি পরেছেন বলে খবর পাওয়া গেছে।
যশরাজ ব্যানারের এই সিনেমায় নতুন একটি লুকে নজরে আসবেন রানী। আর এরজন্য তিনি অনেকটাই ওজন কমিয়ে ফেলেছেন। সিনেমায় রানী ছাড়াও রাখী সাবন্ত ও শার্লিন চোপড়া রয়েছেন।
নিজের এই নতুন রূপ নিয়ে যথেষ্ট উত্সাহিত রয়েছেন রানী। 'দিল বোলে হড়িপ্পা' সিনেমার প্রদর্শনের ব্যাপারে খুব সাবধানে রয়েছেন তিনি। আসলে একটা সফল সিনেমার জন্য তিনি অপেক্ষা করছেন। আর এই কারনে এই সিনেমার জন্য তিনি সব কিছু করতে রাজী যেটা পূর্বে কখনও করেন নি।
0 comments:
Post a Comment