১৯৮৪ সালার ১৬ আগষ্ট হংকং-এ জন্মগ্রহন করেছিলেন বর্তমান ভারতের জনপ্রিয় অভিনেত্রী ক্যথরিনা কাইফ। হিন্দি না জানা মেয়েটা শুধু গ্ল্যামারকে সম্বল করে নেবেছিলো বলিউডের ময়দানে। আস্তে আস্তে নিজেকে ঘোষে-মেজে তৈরি করলেন ক্যাট। আজ বলিউডের সফলতম অভিনেত্রী ক্যাটরিনা জনপ্রিয়তার দিক দিয়ে টিনসেল টাউনের অনেক অভিনেত্রীকেই টক্কর দিচ্ছেন। ঐশ্বর্যা রাই,প্রিয়াঙ্কা চোপড়া, করিনা কাপুর বলিউডের এই সব অভিনেত্রীদের পিছনে ফেলে খুব অল্প সময়ের মধ্যেই জনপ্রিয়তার শিখরে পৌঁছে গেছেন তিনি।
এর সব থেকে বড় প্রমাণ ইন্টারনেটের দুনিয়াতে তিনিই একমাত্র অভিনেত্রী যার সম্বন্ধে জানতে প্রতিনিয়ত মাউস ক্লিক করেন অগনিত মানুষ। গুগলের সার্চ ইঞ্জিনে তাঁকেই খোঁজা হয় প্রতিনিয়ত। নেটে তাঁর ছবিই সব থেকে বেশী ডাউন লোড করা হয়। তরুন প্রজন্মের কাছে তিনি হলেন স্টাইল আইকন। অপরদিকে কোন এক পত্রিকার বিচারে সবচেয়ে সেক্সি অভিনেত্রীর আখ্যাও তিনি পেয়েছেন। ক্যাটরিনা তাঁর সৌন্দর্য দিয়ে দর্শকমহলে যাদু জাগিয়েছেন।
তবে ফিল্ম জগতে সফলতা অর্জন করতে গেলে শুধু সুন্দরী হলেই চলবে না। এর সঙ্গে অভিনয়টা জানতে হবে। সদ্য মুক্তিপ্রাপ্ত নিউইয়র্ক ছবিতে অসাধারণ অভিনয়ের মধ্যে দিয়ে তিনি তাঁর অভিনয় দক্ষতারও প্রমাণ দিয়েছেন। বড় থেকে ছোট সব শ্রেণীর দর্শকরাই ক্যাটরিনাকে পছন্দ করেন। এই কারণেই ফিল্মের সঙ্গে সঙ্গে বিজ্ঞাপণের জগতেও তাঁর কদর দিন দিন বাড়ছে।
ইন্ডাস্ট্রীতেও তিনি সুনাম অর্জন করেছেন। ক্যাটরিনার এই জনপ্রিয়তার রহস্যটা কি? এই নিয়ে ক্যাট স্বয়ং মুখ না খুললেও বলিউডের এক খ্যাতনামা নির্দেশকের মতে, ক্যাটরিনার চেহারার মধ্যে লুকিয়ে থাকা সারল্য। যার কারণে দর্শকর মনের মণিকোঠায় জায়গা করে নিয়েছেন ক্যাট।
0 comments:
Post a Comment