ওয়াই এস আর এর পর কে? অন্ধ্রের মুখ্যমন্ত্রীর দৌড়ে সবার আগে ওয়াই এস আর পুত্র জগন্মোহন.........।
নিন্দুকেরা বলবে পরিবারতন্ত্র।
হ্যাঁ পরিবারতন্ত্রই বটে।
এ দেশের গণতন্ত্রের সাথে পরিবারতন্ত্রের ভালোবাসা বহুদিনের। আবার হয়তো একটা গণতন্ত্র-পরিবারতন্ত্রের হানিমুনের সাক্ষি হয়ে রইল ভারতবর্ষ। আবার এক বাবার পর, ভারতের ভাগ্যবিধাতার আসনে প্রতিষ্ঠিত হতে চলেছে ছেলে। কারণ হিসেবে আবার বলা হচ্ছে “ ওনার মতন যোগ্যতা ওনার ছেলে ছাড়া ভূ-ভারতে দ্বিতীয় কোনো ব্যক্তির নেই”।
সত্যিই সেলুকাস, কি বিচিত্র এই দেশ............।
প্রবল দাবি উঠেছে রাজশেখরের ছেলে জগন্মোহনকে মুখ্যমন্ত্রী করার জন্যে। সভানেত্রী সোনিয়া গান্ধীর কাছে এই দাবিতে দিস্তা দিস্তা চিঠি জমা পড়েছে। ক্রমাগত চিঠি পাঠিয়ে চলেছেন অন্ধ্রপ্রদেশের মন্ত্রী ও বিধায়করা। চিঠি পাঠাচ্ছেন রাজ্য কংগ্রেসের বহু বড় মাপের নেতা-নেত্রী।
রাজশেখরের মৃত্যু সংবাদ আসার পরই দাবি ওঠে ভবিষ্যৎ মুখ্যমন্ত্রী করতে হবে জগন্মোহনকে। চোখে জল নিয়ে মন্ত্রী-বিধায়ক-নেতা-কর্মীরা দাবি তোলেন, ভবিষ্যতে তারা অন্ধ্রের মুখ্যমন্ত্রীর চেয়ারে দেখতে চান জগন্মোহন বাবুকে। মন্ত্রী সভার সব মন্ত্রী জগনের জন্যে চিঠি পাঠিয়েছেন। রাজ্যের ২২ জন সাংসদ্ সওয়াল করছেন জগন্মোহনকে মুখ্যমন্ত্রী করার জন্যে। ১৫৪ জন বিধায়কের মধ্যে ১৪৮ জন জগন পন্থী।
হায়দ্রাবাদের রাস্তায় পোষ্টার পড়েছে। তাতে লেখা “জগন-অ্যাস-সিএম”। মোবাইলে ম্যাসেজের মাধ্যমে প্রচার হচ্ছে- “হয়েন ইন্দিরা গান্ধী এক্সপায়ার্ড রাজীব গান্ধী ওয়াস মেড প্রাইম মিনিস্টার, হোয়াই জগন বি মেড সিএম নাউ”।
0 comments:
Post a Comment