অন্তঃসত্ত্বা স্ত্রী কে খুন করে থানায় আত্মসমর্প

Posted by Anonymous On 2:35:00 pm No comments

ঘরে বিছানায় পড়ে স্ত্রী-র মৃতদেহ। গভীর রাতে থানায় এসে আত্মসমপর্ণ করলেন স্বামী। সন্দেহের বশে অন্তঃসত্ত্বাস্ত্রীকে খুন করে এসে ওই ব্যক্তি পুলিশের কাছে আত্মসমপর্ণ করেছেন বলে তদন্তকারীদের ধারনা। ওই ব্যক্তি নিজেই এ ব্যাপারে স্বীকারোক্তি দিয়েছেন বলে তদন্তকারীদের দাবি। সোমবার রাতে বারুইপুরের ঘটনা। আশিস ঘোড়ুই(৩২) নামে ওই ব্যাক্তি পেশায় ব্যবসায়ী। স্ত্রী রমা ঘোড়ুইকে (২৮) তিনি শ্বাসরোধ করে খুন করেছেন বলে প্রাথমিক তদন্তের জ়েনেছে পুলিশ। তদন্তকারীরা জানাচ্ছেন, বছর পাঁচেক আগে আশিসের সঙ্গে রমার বিয়ে হয়েছিল। কিন্তু তাদের কোনও সন্তান হয়নি। এ ব্যাপারে চিকিৎসকের পরামর্শও নেওয়া হয়েছিল বলে ওই ব্যবসায়ী তাঁদের জানিয়েছেন, এমনটাই দাবি করছেন তদন্তকারীরা। সেই হিসাবে ওই দম্পতির সন্তান হওয়ার সম্ভাবনাই ছিল না বলে জ়েনেছেন তাঁরা। তদন্তকারীরা মনে করছেন, এর পরে স্ত্রী হঠাৎ অন্তঃসত্ত্বা হওয়ার সন্দেহগ্রস্ত হয়ে পড়েন আশিসবাবু। আর তা থেকেই তিনি স্ত্রীকে খুন করেছেন বলে ধারণা তদন্তকারীদের। সোমবার গভীর রাতে আশিসবাবুকে হন্তদন্ত হয়ে থানায় ঢুকতে দেখে হতচকিত হয়ে পড়েন পুলিশকর্মীরা। ওই ব্যবসায়ী সোজা ডিউটি অফিসারের কাছে গিয়ে কান্নায় ভেঙে পড়েন। তদন্তকারীদের এক জন বলেন, ওই ব্যক্তি জানান, তিনি তাঁর স্ত্রীকে সন্দেহের বশে খুন করে ফেলেছেন। স্ত্রী-র মৃতদেহ ঘরে পড়ে আছে। সেই অবস্থায় দরজা বন্ধ করে তিনি চলে এসেছেন। প্রথমে আমাদের বিশ্বাস হয়নি। ওই ব্যক্তিকে নিয়েই আমরা তাঁর বাড়িতে যাই। দেখা যায়, বিছানায় পড়ে আছেন রমা। গলায় দড়ির ফাঁস। পুলিশ মৃতদেহটি থানায় নিয়ে আসে। ঘটনার কথা জানাজানি হতে মঙ্গলবার সকালে স্থানীয় মানুষ ওই ব্যবসায়ীর বাড়িতে চড়াও হয়ে বিক্ষোপ দেখান। আশিসবাবুকে গ্রেফতার করেছে পুলিশ। নিরাপত্তার জন্য তাঁর মাকে উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে বলে জানিয়েছেন তদন্তকারী অফিসারেরা।

অন্য দিকে, সোমবার গভীর রাতে হাওড়ার গোলাবাড়ি এলাকার কিংস রোডে এক গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই গৃহবধূর নাম কুসুম সাউ (২৭)। স্বামীর নাম বিজয় সাউ। তাঁদের ৪ বছরের একটি ছেলে এবং ৩ বছরের একটি মেয়ে রয়েছে।

প্রাথমিক তদন্তের পরে পুলিশ জানতে পেরেছে, দীর্ঘদিন ধরেই স্বামী-স্ত্রীর মধ্যে বনিবনা ছিল না। দুজনের মধ্যে প্রায়ই অশান্তি হত। ওই রাতে ও তাঁদের ঝগড়াঝাঁটি হচ্ছিল বলে এলাকার বাসিন্দারা জানিয়েছেন। পুলিশ জানায়, রাত দেড়টার সময় শিশুদের কান্নাকাটির শব্দ শুনে প্রতিবেশীরা ওই বাড়িতে গিয়ে দেখেন অচেতন কুসুমদেবী মেঝেতে পড়ে রয়েছেন। স্থানীয় একটি নার্সিংহোমে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। ওই দম্পতির ছেলেমেয়ে ও এলাকার বাসিন্দাদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, মারধরের কারণেই ওই গৃহবধূর মৃত্যু হয়েছে। বিজয়বাবুকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছ

0 comments:

Post a Comment