মুখ্যমন্ত্রী বুদ্ধদের ভট্টার্চায বিপরীত মেরুর এই রাজনিতী বিদকে প্রকাশ্যে 'প্রনব দা' বলে আত্মীক সম্পর্ক স্থাপন করতে, সমালচকদেরও পরোয়া করেন না। তাকে রাষ্ট্রপতির সন্মান দেওয়ার জন্য বুদ্ধদেব সোচ্চার। কারন তিনি যোগ্য। যোগ্য মানুষ সাঙ্কির্ন রাজনিতীর উদ্ধে। সেরা বাঙালি ২০০৮ প্রনব মুখার্জি এবার অর্থ দপ্তরের দ্বায়িতে। প্রনব আত্ম বিশ্বাসী ১৯৯৭ এর মতো বিশ্বের সেরা অর্থমন্ত্রীর খেতাব আবার’ও তিনি লাভ করবেন।
গতবারের মত এবারও কেন্দ্রীয় মন্ত্রীসভায় দ্বিতীয় সর্ব্বোচ গুরুত্বপূর্ন পদে রইলেন কংগ্রেস নেতা প্রণব মুখার্জী৷ গতবার মন্ত্রীসভা গঠন হওযার পরে একাধিক দপ্তর সামাল দিয়েছেন এই বর্ষীয়ান কংগ্রেস নেতা৷ শুরু করে ছিলেন প্রতিরক্ষা মন্ত্রক দিয়ে৷ তার পরে তা থেকে চলে আসেন বিদেশ মন্ত্রকের দাযিত্বে ৷ তার পরে ভোটের আগে মনমোহন সিং অসুস্থ হয়ে পড়লে তিনি অর্থমন্ত্রী হিসাবে সংসদে ভোট অফ অ্যাকাউন্ট পেশ করেন৷ এবার প্রথম থেকে অর্থ মন্ত্রকের দায়িত্ব পেলেন প্রনব ৷
গত কয়েক দিনের জল্পনা সত্যি হলো প্রণব মুখার্জীর ছেড়ে আসা বিদেশ মন্ত্রকের দায়িত্ব নিলেন কর্ণাটকের প্রাক্তণ মুখ্যমন্ত্রী এস এম কৃষ্ণা৷ গত কয়েক দিন ধরে দিল্লিতে কৃষ্ণার নাম বিদেশ মন্ত্রকের জন্য বিবেচিত হতে পারে বলে আলোচনা ছিল৷
গতবারের মুম্বাই কান্ডের পর দলের চাপে স্বারাষ্ট্র মন্ত্রক থেকে শিবরাজ পাতিল পদত্যাগ করার পরে অর্থমন্ত্রী চিদামবরম তার দায়িত্ব ছেড়ে দিয়ে স্বারাষ্ট্র মন্ত্রকের দাযিত্ব সামাল দিতে থাকেন৷ এবার সেই দপ্তর পেলেন চিদামবর৷
ছোট বেলা থেকে কঠর পরিশ্রমী, পিতৃ অনুশাসনে লালিত বাংলার এই কৃতি সন্তান আজও অক্লান্ত খেটে চলেছেন যৌবনের উদ্দমে। ইন্দিরা গান্ধির মন্ত্রি সভা থেকে আজ পযর্ন্ত প্রতিটি কংগ্রেস মন্ত্রীসভায় তিনি সামলাচ্ছেন সব থেকে চ্যালেঞ্জিং দপ্তর। এবং প্রতিটি ক্ষেত্রেই সফল। কংগ্রেসের ‘ক্রাইসিস ম্যান’ প্রনব। প্রয়োজনে পার্লামেন্টে চন্ডি’র উপমা দিয়েও বন্ধ করেদিতে পারেন ‘হিন্দুত্বের পোষ্টার বয়’-দের মুখ। প্রধান মন্ত্রী হিসেবে প্রনবের নাম ভেসে এসেছে বার বার। চার দশক ধরে সামলেছেন অর্থ মন্ত্রকের দ্বায়িত। কিন্তু এবারের পরিস্থিতী ভিন্ন বিশ্ব আথির্ক মন্দার চাপ সামলানোর গুরু দ্বায়িত। প্রনব কি পারবেন? আত্মবিশ্বাসী তার আনুগামী আপামোর বাঙালি। তাইতো চায়ের আড্ডায় বুক বাজিয়ে বাঙালি প্রনব প্রসঙ্গে বলে “দাদা সুপার হিট, এবার; এবং বারবার”।
ভিন্নবাসরের পক্ষ থেকে বাংলা তথা ভারত গর্ব প্রনব মুখার্জিকে অনেক অনেক শুভেচ্ছা।
0 comments:
Post a Comment